সোমবার ০৫ মে ২০২৫

সম্পূর্ণ খবর

দেশ | Tripura: বিতর্কে আম্বানিদের এনজিও, আইন না মেনে ত্রিপুরার হাতি যাচ্ছে গুজরাটে

Pallabi Ghosh | ২১ ফেব্রুয়ারী ২০২৪ ১৮ : ১৫Pallabi Ghosh


সমীর ধর, আগরতলা: মোদি-শাহ-র গুজরাটে পর্যটক আকর্ষণ বাড়াতে ত্রিপুরা থেকে দফায় দফায় পাঠানো হচ্ছে হাতি! আর এ  নিয়ে উঠেছে বিতর্ক। অভিযোগ, আম্বানিদের বেনামি এনজিও-র মাধ্যমে ত্রিপুরার বিজেপি সরকারের উদ্যোগে সড়কপথে অতি সম্প্রতি ১২টি হাতি পাঠানো হয়েছে। এই খবর হয়তো জানাই যেত না। ত্রিপুরা সীমান্ত পেরিয়ে হাতিগুলো ১৮ ফেব্রুয়ারি অসমের পাথারকান্দিতে পৌঁছলে অসম বন দপ্তরের কর্মীদের মাধ্যমেই সাংবাদিকরা প্রথম জানতে পারেন। একটি এনজিও-র নাম রাধেকৃষ্ণ মন্দির হস্তি কল্যাণ ট্রাস্ট। আম্বানি গোষ্ঠীই এর প্রধান পৃষ্ঠপোষক বলে জানা গেছে। এক রাজ্য থেকে অন্য রাজ্যে বন্যপ্রাণী পরিবহণের জন্য কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের বিশেষ অনুমোদন প্রয়োজন হয়। শুধু তা-ই নয়, এই অনুমোদন দেওয়া হয় সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে গঠন করা উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটির সুপারিশ অনুসারে। সেই কমিটি রাজ্যে রাজ্যে ঘুরে সরেজমিনে নির্দিষ্ট বন্যপ্রাণীদের বিষয়ে তদন্তের পর সুপারিশ করেন। কিন্তু, এ ক্ষেত্রে আদৌ কোনও নিয়ম মানা হয়নি বলে অভিযোগ। ত্রিপুরা ওয়াইল্ড লাইফ ওয়েলফেয়ার সোসাইটির নামে হাতিগুলো "পোষা" বলে ছাড়পত্র নেওয়া হয়। কিন্তু, এই সব হাতির প্রকৃত মালিক সরকার। দিন কয়েক আগে বারোটি বিশেষ গাড়িতে গুজরাটের জামনগরের একটি অভয়ারণ্যের জন্য হাতিগুলো পাঠানো হয়। এগুলো এখনও রাস্তায়। জামনগরে পৌঁছতে কমপক্ষে ১৫দিন লাগবে বলে বন দপ্তর সূত্রে জানা যায়। বলা হয়েছে, কেন্দ্রীয় সরকার বন্যপ্রাণী সংরক্ষণ আইন কঠোর করার পর এখন আর পোষা হাতি দিয়ে কাঠের লগ টানা বা অন্য কোনও অতিরিক্ত শ্রম করানো যায় না। শোভাযাত্রায় বা পর্যটনের প্রয়োজনে হাতি ব্যবহারেও জারি হয়েছে বিধিনিষেধ। হাতির জন্য স্বাস্থ্যকর খাবার, বাসস্থান, পরিচর্যা ইত্যাদিরও নিয়ম হয়েছে। আর পোষাচ্ছে না বলে হাতির মালিক ও মাহুতরা বন দপ্তরের কাছে হাতি হস্তান্তর করে দিচ্ছেন। এই হাতিগুলোই অতি শস্তায় কিনে নিয়ে যাচ্ছে এনজিও। ত্রিপুরা বন দপ্তরের বহু আধিকারিক প্রকাশ্যে মুখে কলুপ আঁটলেও এতে রীতিমতো অসন্তুষ্ট। নাম প্রকাশে অনিচ্ছুক দপ্তরের একজন শীর্ষ আধিকারিক জানালেন, "ঘটনা শুনেছি। হাতিগুলো সব পোষা কি না আমাদের জানা নেই। তবে শুনেছি এদের মধ্যে মহিলা-পুরুষ হাতির সঙ্গে বাচ্চা হাতিও আছে।" তাঁর পাল্টা জিজ্ঞাসা, হাতির অভয়ারণ্য ত্রিপুরাতেই করা যাবে না কেন ? রাজ্যের এতো মূল্যবান সম্পদ এইরকম বেআইনিভাবে বাইরে চলে যাওয়া কতোটা ঠিক হচ্ছে, এই প্রশ্ন উঠেছে। প্রসঙ্গত, ২০২২ সালের পশুগণনা অনুযায়ী, রাজ্যে মোট পোষা হাতির সংখ্যা ছিল ৭৪। এ পর্যন্ত ২৩ টি হাতি গুজরাটে পাঠানো হয়েছে বলে খবর। 




নানান খবর

নানান খবর

পাঞ্জাবের গুরুদাসপুরে গ্রেপ্তার পাক নাগরিক, ভারতে জঙ্গি অনুপ্রবেশ করানোর চেষ্টায় ইসলামাবাদ?

যুদ্ধের চূড়ান্ত প্রস্তুতি! বুধে রাজ্যে রাজ্যে সিকিউরিটি ড্রিলের নির্দেশ কেন্দ্রের, বাজানো হবে সাইরেন

পাক হ্যাকারদের নিশানায় সামরিক বিভাগ! তথ্য চুরির চেষ্টা, অফলাইন করা হল ওয়েবসাইট: রিপোর্ট

আর কয়েকঘণ্টায় রাজ্যে রাজ্যে তুমুল ঝড়-বৃষ্টি, আগামী কয়েকদিনেও মুহুর্মুহু বজ্রপাত! আবহাওয়ার বড় আপডেট জানুন এখনই

মালিকের গোপনাঙ্গে পোষ্য কুকুরের আক্রমণ, প্রবল রক্তক্ষণে প্রাণ গেল যুবকের, হায়দ্রাবাদে হৃদয়বিদারক কাণ্ড

“ভূতের নাচে দেবতা হয়ে ওঠা”—দক্ষিণ ভারতের প্রাচীন ভূতা কোলার গল্প

“আমার দায়িত্ব”—১৯৮৪ শিখবিরোধী দাঙ্গা নিয়ে কংগ্রেসের ভুল স্বীকার করলেন রাহুল গান্ধী

'যোগ্য জবাব', শত্রুদের বড় হুঙ্কার দিয়ে দেশবাসীর চাহিদাপূরণের অঙ্গীকার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথের

পাকিস্তানকে কোণঠাসা করতে নয়া চাল, পাকিস্তানের প্যানেলিস্টদের আমন্ত্রণ জানানো নিয়ে বিরাট ঘোষণা

ভয়ঙ্কর, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল হাসপাতালের করিডর! চাপা পড়ে নিহত তিন রোগী

গঙ্গা-যমুনা-সিন্ধু নয়, জানেন ভারতের প্রাচীনতম নদী কোনটি? এখনও বয়ে চলেছে

রাজস্থানে আটক পাক সেনা, সীমান্ত পেরিয়ে ঢুকে পড়েছিলেন ভারত-সীমান্তে

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ও গাড়ির সংঘর্ষ, সজোরে ধাক্কা বাইকেরও, ভয়াবহ দুর্ঘটনা প্রাণ কাড়ল ৬ জনের

'জেনেশুনে আশ্রয় দান...', পাকিস্তানি মহিলাকে গোপনে বিয়ে করায় বরখাস্ত সিআরপিএফ কনস্টেবল মুনির আহমেদ

পাকিস্তানের বিরুদ্ধে আরও এক কড়া পদক্ষেপ ভারতের, বন্ধ হল স্থল-আকাশপথে সব ডাক ও পার্সেল আদানপ্রদান

সোশ্যাল মিডিয়া